বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কুড়িগ্রামে অফিস সহকারীকে জুনিয়র শিক্ষক দেখিয়ে ওই পদে নিয়োগ বাণিজ্য   * কক্সবাজারে নলকূপ-মোটরে উঠছে না পানি, সংকট চরমে জন জীবনে দূর্ভোগ;   * কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ   * যৌথ বাহিনীর অভিযান: বান্দরবানের ৩ উপজেলা নির্বাচনের ভোট স্থগিত;   * গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায়   * চট্রগ্রামে সকাল থেকে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ চরমে   * গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইকে শোকজ!   * এবার সিসি ক্যামেরার আওতায় আসছে সম্পূর্ণ কক্সবাজার কক্সবাজার;   * লক্ষ্মীপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে চাঁদা দাবির মামলার আবেদন;   * উপজেলা নির্বাচন করতে পদত্যাগ করলেন কুড়িগ্রামের বিএনপর মহিলা নেত্রী  

   আন্তর্জাতিক
রক্ষা করতে হবে জীবের পরমবন্ধু প্রকৃতি ও পরিবেশ
  Date : 02-06-2016

বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দযের্র উপাদান দ্বারা আবৃত বাংলাদেশ।  প্রাকৃতিক পরিবেশই আমাদের দেশকে করে তুলেছে আরও মোহনীয়, লাবণ্যময় ও ঐশ্বর্যপূর্ণ স্বর্গপুরী। সোনার মাটিতে সোনা ফলে, নদীমাতৃক এই দেশে। পরিবেশ নিয়েই আমাদের জীবন। আমরা যে পরিবেশেই থাকি না কেন সেই পরিবেশ দ্বারাই আমরা প্রভাবিত ও গঠিত। প্রাকৃতিক পরিবেশের নিয়ম নিয়ন্ত্রিত গতি দ্বারা জীবন প্রবাহমান। এই দেশের প্রকৃতির প্রতিটি উপাদান বা বৈশিষ্ট্য আমাদের জীবন গঠনে অপরিহার্য এবং তা অমূল্য সম্পদ। প্রাকৃতিক সম্পদের অপূর্ব সমাহার আর তার ব্যবহার দ্বারা জীবনকে আমরা করে তুলি আনন্দময়। প্রকৃতির সক্রিয়তা ও সজীবতা জীবনে এনে দেয় অফুরন্ত অভিজ্ঞতা। আমরা প্রকৃতির কাছ থেকেই শিখি, আর প্রকৃতির পরিবেশেই গড়ে উঠি।

কিন্তু সেই প্রাকৃতিক সম্পদের উপকারের প্রতিদানে অপকার করি, হয়ে উঠি অকৃতজ্ঞ, দুর্বিনীত, অত্যাচারী, নির্দয়! হয়ে যাই নিকৃষ্ট মানুষ। অক্সিজেন সরবরাহ করে। বৃক্ষ যেখানে আমার পরম আত্মীয়, পরম বন্ধু, সেখানে আমরা হয়ে যাই গাছের প্রতি ভালবাসাহীন। 

বাংলাদেশ জনাকীর্ণ ঘনবসতির দেশ। এখানে সামান্য অনিয়মে খুব সহজেই জনজীবনে নেমে আসে অসহনীয় দুর্ভোগ।

প্রাকৃতিক পরিবেশের অন্যতম সৌন্দর্য তার বনরাজি ও বৃক্ষরাশি। সবুজ গাছ আর তরুলতা শুধু আমরা কেটেই ক্ষ্যান্ত হচ্ছি না, জ্বলন্ত আগুনে পুড়িয়ে শুকাচ্ছি তামাক, বানাচ্ছি ইট। তামাক চুল্লী আর ইটের ভাটার ভাসমান কালো বিষাক্ত ধোঁয়া আকাশে-বাতাসে মিশ্রিত হয়ে সৃষ্টি করছে জীবন বিনাশী গ্যাস আর আমরা মনের অজান্তে শ্বাস-প্রশ্বাসে-নিঃশ্বাসে টেনে নিচ্ছি সেই বিষাক্ত গ্যাস একেবারে ফুসফুসের ভিতরে।

দুষ্কর্ম আমাদের আরও অছে। নদী-নালা, খাল-বিল, হাওড়-বাওড়, খানা-খন্দ, জলাভূমি ভরাট করে, অপরিকল্পিত ভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে, অপরিমিত সার ও কীটনাশক ব্যবহার করে, ডিমওয়ালা মাছ ও ‘গুড়ো’ মাছ ধরে, আমরা যে আমাদের জীবিকাই ধ্বংস করে চলেছি, তার খবরই বা কে রাখে?

আমাদের দেশের সম্পদকে আমরা যথাযথ সংরক্ষণ ও সদ্ব্যবহার করি না বলেই আমাদের চরম দারিদ্র্যের শিকার হতে হচ্ছে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের আমরা যত যতœ নেব, সংরক্ষণ করব, সদ্ব্যবহার করব ততই উন্নয়নের ও অগ্রগতির দিকে এগিয়ে যাব। আমরা যেন প্রাকৃতিক সম্পদকে সদ্ব্যবহার করি, মানব কল্যাণে ব্রতী হই, প্রাকৃতিক সম্পদকে যেন দেশ ও জাতির বন্ধুরূপে কাছে টেনে নেই, পরম যতেœ লালন করি।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। যারা বন, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে চলেছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক, তাদেরও যেন আমরা সচেতন করে তুলতে পারি! না পারলেও যেন প্রতিরোধ করতে পারি! রক্ষা করতে পারি মানুষের অধিকার। বিশ্ব পরিবেশ দিবসে এই হোক আমাদের অঙ্গীকার

 

 

রমযান মাস তাকওয়া অর্জনের মাস : মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হই

 

রমযান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য অধিকতর মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসেই আল্লাহ তার প্রিয় রাসূল (সা.)-এর ওপর মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেন। আল্লাহ এ সম্পর্কে ঘোষণা করেছেন : ‘রমযান হচ্ছে সে মাস, যে মাসে কুরআন অবতীর্ণ করা হয়। রমযান মাস একটি মর্যাদাপূর্ণ মাস। রাসূল (সা.) এই মাস আগমনের পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন এবং তিনি আল্লাহর কাছে এই বলে দোয়া করেছেন : ‘হে আল্লাহ আমাদের রজব ও শা’বানের সকল বরকত দান করুন এবং রমযান মাস পর্যন্ত অব্যহত রাখুন।

মানুষ মাত্রই সামাজিক। মুসলমান সামাজিক হওয়া তাদের ঈমানের দাবি। কারণ রাসূল (স.) বলেছেন, সে মুমিন নয়, যে পেট পুরে খায় তার প্রতিবেশী উপোষ থাকে। আল-হাদীস। ইসলাম প্রদত্ত এবাদতসমূহ মুসলমানদের মধ্যে সামাজিক বন্ধন, সামাজিক গুণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোজা রমযান তার অন্যতম।

রমযানে মুসলমানরা একসাথে ইফতার করে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীর মাঝে ইফতারি বিলি-বণ্টন ও দান করে। এভাবে তাদের আত্মীয়তা ও সামাজিক বন্ধন মজবুত হয়। গরীব-এতিম-মিসকিন মুসলমান নারী-পুরুষরা এবং অভাবী আত্মীয়গণ যেন রোজা রমযানে সুন্দরভাবে খানাপিনা খেতে পারে এবং ভালভাবে চলতে পারে সে ব্যাপারে খেয়াল রাখে। তাদের সহযোগিতায় এগিয়ে আসে। এমনকি রমযান মাসে মুসলমানরা যে যাকাত দেয় ইসলামিক, মানবিক, সামাজিক কারণে এবং প্রয়োজনে সে যাকাত অমুসলমানকে দেয়াও ইসলাম অনুমোদন করে। এই সব গুণই মুসলমানকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল।

আসুন রমযানকে কেন্দ্র করে আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হই।



  
  সর্বশেষ
কুড়িগ্রামে অফিস সহকারীকে জুনিয়র শিক্ষক দেখিয়ে ওই পদে নিয়োগ বাণিজ্য
কক্সবাজারে নলকূপ-মোটরে উঠছে না পানি, সংকট চরমে জন জীবনে দূর্ভোগ;
কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
যৌথ বাহিনীর অভিযান: বান্দরবানের ৩ উপজেলা নির্বাচনের ভোট স্থগিত;

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308